ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ৪৫তম সাধারণ সভা ও ২০২৪ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা নির্বাচিত হন।
সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক জনকণ্ঠ বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মোস্তফা কাদের, সিনিয়র সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, হাফিজুর রহমান।
সহ-সভাপতি-১ এনটিভি`র স্টাফ রিপোর্ট অ্যাডভোকেট সোহেল হাফিজ, সহ-সভাপতি যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের বরগুনা জেলা প্রতিনিধি মো. জাফর হোসেন হাওলাদার।
যুগ্ম সম্পাদক ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠু। সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুছা। অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবীর মৃধা।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঐহ্যিবাহী বরগুনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের হলরুমে ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চিত্তরঞ্জন শীল, সদস্য, মঈনুল আবেদিন সুমন, সাইফুল ইসলাম মিরাজ, সাধারণ সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল।
এসময় উপস্থিত ছিলেন জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্ট, মনির হোসেন কামাল, আবু জাফর সালেহ, শাহ আলী, শহিদুল ইসলাম স্বপ্নসহ বরগুনা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এইচআর