বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে এক কেজি গাজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুববকের নাম মো. রিহাত জমাদ্দার(১৯)। সে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিন ডৌয়াতলা গ্রামের মো. দুলাল জমাদ্দারের ছেলে।
সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে বামনা থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডৌয়াতলা ইউনিয়নের একটি বেসরকারি ক্লিনিকের পিছনে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা এককেজি গাজা সহ ওই যুবককে আটক করে বামনা থানাপুলিশ।
এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃত রিহাত জমাদ্দারকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
[271372]
বামনা থানার এস আই দেলোয়ার হোসেন জানান, তিনিসহ তার সঙ্গীয় ফোর্স কালাইয়া বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ডৌয়াতলা সুন্দরবন হাসপাতালের পাশে মনির এর চায়ের দোকানের সামনে সড়কে বিক্রয়ের জন্য গাজা নিয়ে আসা হয়েছে। তখন তারা ওই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রিহাত জমাদ্দারকে এক কেজি গাজাসহ হাতেনাতে আটক করেন।
এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ তুষার কুমার মন্ডল বলেন, বামনায় আমি থাকাকালীন সময়ে কোন প্রকার মাদ্রকদ্রব্য ক্রয়, বিক্রয় কিংবা সেবন করতে দিবোনা। বামনাকে মাদক মুক্ত করতে আমি ও আমার থানার সকল সদস্যরা চেষ্টা করে যাবো।
এআরএস