কক্সবাজারে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:১৪ এএম
ছবি: সংগ্রহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়া-হারবাং এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিহতরা হলেন- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

[271475]

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার বর্ণনা দিয়ে এসআই খোকন রোদ্র গণমাধ্যমকে বলেন, ‘কক্সবাজারে আনন্দ ভ্রমণে (পিকনিকে) আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামগামী লেগুনা (চট্ট-মেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষ দেখা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৪ যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।’

এআরএস