‘দল বা প্রার্থী বুঝে নয়, অপরাধ বুঝেই ব্যবস্থা গ্রহণ’

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:২৫ পিএম

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনি মাঠের নানা ধরণের সমস্যার কথা তুলে ধরেন।

দুপুরে লালমনিরহাট সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। এ কার্যক্রম আরো জোরদার হচ্ছে । ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।

এইচআর