জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০৫:১৪ পিএম

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার আর্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রবাস মেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি জেলাপ্রশাসনের সহযোগিতায় ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ চাকমার সভাপতিত্বে এ সময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার, শ্রাবণী বিশ্বাস, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কল্যাণ চাকমা, রাঙামাটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের  প্রশিক্ষক মো.  জিয়ারুদ্দীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য রেমিট্যান্সযোদ্ধা। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের দেশের  অর্থনীতির চালিকা শক্তি। আমাদের দেশে  অধিক জনসংখ্যা রয়েছে। এ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।

এর আগে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে  রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আরএস