রাঙ্গামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৪:০৭ পিএম

‘সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে, রাঙ্গামাটি জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সম্মেলন কক্ষ (এনেক্স ভবনে) দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় জেলা পরিষদের সদস্য ও সমাজ কল্যাণ বিভাগের আহবায়ক প্রবর্তক চাকমা  বিশিষ্ট শিক্ষানুরাগী অঞ্জুলিকা খীসা, সুশীল সমাজের প্রতিনিধি মণিরুজ্জামান মহসিন রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা সমাজ সেবার পক্ষ থেকে  ঋণ বিতরন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এর আগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যাটিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এই্চআর