মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রুপের কম্বল বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৮:০৮ পিএম

পার্বত্য খাগড়াছড়িতে মানিবক কর্মকান্ডের ধারাবাহিকতায় মাটিরাঙ্গায় দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গার বন্ধুরা। এসএসসি ৯২ গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ৯২জন দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, গ্রুপের বন্ধু মো. খাদেমুল ইসলাম, রুবেল পাটোয়ারী, মো. তাজুল ইসলাম,  মো. রফিক উল্যাহ ও মো. আযাদ হোসেন উপস্থিত ছিলেন।

এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর ররহমান ভুইয়া বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আমাদের একটি মানবিক উদ্যোগ।

পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এসএসসি ৯২ গ্রুপের আরেক সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার  আহ্বান জানান।

আরএস