নাটোরে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ-লিফলেট বিতরণ

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০২:৪৯ পিএম
ছবি: আমার সংবাদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারী ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে নাটোর সদরে তেবাড়িয়া  বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ষ্টেশন বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কারা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, নাটোর সদর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

[271899]

এ সময় নেতৃবৃন্দৃ বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। সরকার নিজের স্বার্থে এই ডামি নির্বাচন করছে। এই ডামি নির্বাচন সাধারণ জনগণ মানবে না। ৭ জানুয়ারি ভোট বর্জন করে পরিবারকে সময় দেওয়ার আহবান জানান। জনগণ যদি নিজ ইচ্ছায় এ ভোট বর্জন করে তবেই বিএনপির ভোটের অধিকার এর আন্দোলন সফল হবে।

এআরএস