ভোট চাওয়ার অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ১২:৫৫ পিএম

টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে  টাঙ্গাইলের ৬ নেতাকে এ বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন, উপজেলার বানাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন সিদ্দিকী এবং উপজেলা বিএনপির সদস্য  ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ। এদের মধ্যে আব্দুল্লাহ্ আল মামুনকে শুক্রবার বানাইল এলাকায় নৌকার প্রচারণায় অংশ নেওয়া দুই শতাধিক কর্মী-সমর্থকদের খিচুরি খাওয়ানোর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কশিশনার (ভূমি) মাসুদুর রহমান।

[272001]

এব্যাপারে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নেতা বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে। অথচ বিএনপি নেতা মামুন ও মাসুদ নৌকা প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। সে কারণে কেন্দ্রীয় বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে।

এআরএস