লক্ষ্মীপুরে শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১২:০১ এএম

লক্ষ্মীপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ৬ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বৈদ্যের বাড়ি মোড়ের কাচারি বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুটির নাম আবিদা, সে ওই বাড়ির ইব্রাহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারীরা শিশুটির চাচা ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশেই থাকা আবিদার গায়ে বিদ্ধ হয়।

তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, “গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। গুলিটি তার বুকে বিদ্ধ হয়ে বের হয়ে গেছে। অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে।”

স্থানীয়দের বরাতে জানা যায়, শিশুটির পরিবারের সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের পূর্ববিরোধ ছিল। ঈদ উপলক্ষে তার চাচা ওহিদ ঢাকা থেকে বাড়ি ফিরলে ওই এলাকার ইউসুফ নামে এক ব্যক্তি তাকে হুমকি দেয়। বিরোধের জের ধরে ইউসুফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি শিশুটির গায়ে লাগে। ঘটনার পর ওহিদ পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাসান জাহাঙ্গীর জানান, “ইউসুফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা শিশুটির গায়ে বিদ্ধ হয়। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ