ঢাকা-১৯ আসন

তিন প্রার্থীর এজেন্ট থাকলেও নেই বাকি সাত প্রার্থীর

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০২:৫৩ পিএম
ছবি: আমার সংবাদ

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে চলছে  ঢাকা -১৯ আসনে বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ। উপস্থিতির মধ্যে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি চোখে পরে। তবে বিভিন্ন কেন্দ্রে তিন প্রার্থীর এজেন্ট পাওয়া গেলেও মিলেনি বাকী অন্য প্রার্থীদের।

রোববার (৭ জানুয়ারি) সকালে থেকে দুপুর পযর্ন্ত ঢাকা-১৯ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুড়ে এমন দৃশ্য দেখা যায়।

ঢাকা-১৯ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা খুব কম। তবে বেলা বাড়ার সাথে ভোট উপস্থিতি বাড়তে থাকে। তবে আশুলিয়ার কাইচাবাড়ী, নরসিংহপুর ও ফারুকনগর এলাকার কেন্দ্র ঘুড়ে নৌকা, ট্রাক ও ঈগল বাদে অন্য প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।

[272097]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মোট প্রার্থী রয়েছে ১০ জন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম  (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ (ডাব), এনপিপির প্রার্থী মো. ইসরাফিল হোসেন সাভারী (আম), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আইরিন পারভীন (কাঁঠাল) গণফ্রন্টের প্রার্থী নুরুল আমিন (মাছ), তৃন্নমূল বিএনপির প্রার্থীর মাহাবুবুল হাসান (সোনালী আশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. জুলহাস (একতারা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী মো. সাইফুল ইসলাম (নোঙ্গর)।

নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনীয় মাঠে নৌকা, ঈগল ও ট্রাক প্রতীক ছাড়া বাকী সাত প্রার্থীদের প্রচার-প্রচারণা দৃশ্য তেমন চোখে পড়েনি। একই ভাবে নির্বাচনের দিনও দেখা মেলেনি তাদের পোলিং এজেন্টও।

অন্যদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সশস্ত্র বাহিনীও।

এআরএস