সবচেয়ে বেশি ভোটারের আসনে ভোটার উপস্থিতি কম

মো. শরিফ শেখ, সাভার (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৪:৩৬ পিএম
ছবি: আমার সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা-১৯ আসনে আলোচনায় ছিলেন দুই স্বতন্ত্র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। উঠান বৈঠক, মিছিল-মিটিংয়ে একেক সময় একেক জনকে ছাপিয়ে গিয়েছেন তারা। সাধারণ ভোটার থেকে শুরু করে সকলের ধারণা ছিল ৭ জানুয়ারি নির্বাচনে ত্রিমুখী ভোট যুদ্ধ হবে এই আসনে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি হবে ব্যাপক।

তবে আজ রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-১৯ আসনের ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভার পৌরসভার, সাভার সদর ইউনিয়ন, ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের অন্তত ১৫ কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। এসব কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পরেছে ১৫ থেকে ২০ শতাংশ।

[272119]

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজ কেন্দ্রের (মহিলা) প্রিসাইডিং অফিসার রাশেদুর রাজ্জাক বলেন, কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৩হাজার ৫২০জন । দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৬১৬টি।

ধামসোনা ইউনিয়নের আমিন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউনুস আলী জানান, ২হাজার ১৫৩ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ২২৬ ভোট পড়েছে।

ঢাকা-১৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে দুই বারের সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী। সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক নিয়ে অংশ নিয়ে রয়েছেন আলোচনা শীর্ষে । হেভি ওয়েট এই দুই প্রার্থীর বাহিরে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

[272088]

এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৯ । এর মধ্যে ৩ লাখ ৮৭হাজার ৪৬৯জন পুরুষ ভোটার। আর নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৬৩৭জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১৩জন।

এআরএস