রাজবাড়ীর পাংশায় আগুনে পাট, ধান, পেঁয়াজ ও মৌসুমী ফসলের গুদামসহ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে পাংশা উপজেলা মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে আগুনে পাটের গুদাম সহ ৮টি দোকান ভস্মিভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ব্যবসায়ী মো. সোহানুর রহমানের দুটি ঘরের পেঁয়াজ, ধানসহ আড়াই লাখ টাকার মালামাল, ইয়াসিন আলী শেখের দুটি ঘরে থাকা ধান, পাট, গম সহ ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ও ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, মো. ফজলুল হকের দুটি ঘরে ৫শ’ মন পাটসহ ১৮ থেকে ১৯ লাখ টাকার মালামাল, মো. শফিউল আলম সুমনের ৪৫০ মন পাট সহ ১১ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। এছাড়াও ৮টি ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
[272480]
পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিস ইউনিটের ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে করে আশপাশের পাটের গুদামসহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে।
এআরএস