আড়াইহাজারে শ্বাশুড়ীর অত্যাচারে এক সন্তানের জননীর আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:৩২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার সন্ধ্যায় শাশুড়ীর অত্যাচারে অতিষ্ট হয়ে তামান্না আক্তার (২০) নামে এক সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তামন্না আক্তার উপজেলার কালাপাহাড়িয়া ইউনয়নের মধ্যারচর গ্রামের আবুল কালামের মেয়ে এবং একই ইউনিয়নের হাজিরটেক গ্রামের আবুল কাসেমের প্রবাসী পুত্র জাহিদ হাসানের স্ত্রী।

নিহত তামান্নার মামা নাজমুল হক জানান, গত প্রায় ৩ বছর আগে জাহিদ হাসানের সাথে তামান্নার বিয়ে হয়। বিয়ের পর তামান্নাকে সংসারে রেখে জাহিদ হাসান সৌদি আরবে চলে যান। তাদের একটি কন্যা সন্তান আছে। কিছুদিন আগে জাহিদ হাসান দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে চলে যান। এর পর থেকে শ্বাশুড়ী খোদেজা বেগম ওরফে খুদু তামান্নার উপর কারণে অকারণে অত্যাচার নির্যাতন করতে থাকেন। ঘটনার দিন ও সময়ে তামান্না শাশুড়ীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিষপানে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তামান্নার লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে।

এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মেরাজুল ইসলাম সোহাগ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।

এআরএস