বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
তেঁতুলিয়া সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া সহ প্রমুখ।
দুই দিনব্যাপী এই বিজ্ঞানমেলায় ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো, শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প তাদের স্টলে প্রদর্শন করে।
এআরএস