বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১০:৫১ এএম
ছবি: সংগৃহিত

টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান চলছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর থেকেই বয়ান শুরু হয়। বয়ান করছেন দিল্লির মাওলানা আব্দুর রহমান। এটি বাংলায় তর্জমা করছেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

এবারের বিশ্ব ইজতেমা ময়দানে এ পর্যন্ত ৭ জন মুসল্লি মারা গেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন ৩ জন মুসল্লি। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার আসরের নামাজের পর ১০০ এর বেশি যুগলের বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি। তিনি জানান, প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়েছিল।

মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করছেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।

এআরএস