পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৮:১৬ পিএম
পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় পর্বের শেষ খেলায় যশোর শামসুউল্লাহ হুদা অ্যাকাডেমিকে ১-০ গোলে খুলনা শেখ কামাল স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনাল উঠেছে।

রবিবার বিকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় খেলাটি অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের দুটি দলই গোলশূন্য অবস্থায় থাকে। খেলার দ্বিতীয়ার্ধে শেখ কামাল স্মৃতি সংসদ দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় নাজমুল ২৮ মিনিটে দলের পক্ষে একটি গোল করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে শেখ কামাল স্মৃতি সংসদ দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় নাজমুলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আগামী শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ও খুলনা শেখ কামাল স্মৃতি সংসদের ফাইনাল খেলার মধ্যদিয়ে এবারের টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

ইএইচ

AddThis Website Tools