কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় দুটি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ চোরাইকাঠ জব্দ করেছে বনবিভাগ।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউপির নাপিতখালী এলাকায় অভিযান চালায় বনবিভাগ।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক এ অভিযানের নেতৃত্ব দেন।
মো. হাবিবুল হক বলেন, পাচারের সময় সংরক্ষিত বনবিভাগের দুটি পিকআপ ভর্তি প্রায় দেড়শো ঘনফুট চেরাইকাঠ জব্দ করে বনবিভাগ। এসব কাঠের মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা।
তবে এ সময় কাওকে আটক করতে পারেনি পুলিশ। এসব কাঠ চট্টগ্রামের বাঁশখালী থেকে পেকুয়ায় নিয়ে আসছিল একটি পাচারচক্র।
জব্দকৃত গাড়ি ও কাঠ রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ