পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর চারটি অবৈধ ইটের ভাটা মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ইট ভাটার মালিকরা হলেন- দিপক রায় ও সরোয়ার হোসেন, মো. রুবেল ও আবুল কালাম।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূমের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মঠবাড়ীয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাব দেখিয়ে ইটের ভাটায় ইট প্রস্তুত করা হচ্ছিল। ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে তাদেরকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ