কৃষি জমির মাটি কাটার দায়ে অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৯:৫৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে আবু সাইদ নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া সিকদার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু সাইদ ওই এলাকার আব্দুস সাত্তারের পুত্র বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, কৃষি জমির টপসয়েল কেটে ড্রামট্রাক দিয়ে মাটিগুলো পরিবহণ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় জরিমানা করা হয়। তাছাড়া তার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

ইএইচ