৫০ লাখ টাকার ক্ষতি

রামুতে অগ্নিকাণ্ডে ১৩টি বসতবাড়ি ভস্মীভূত

রামু (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৯:২০ এএম
ছবি: আমার সংবাদ

রামুতে অগ্নিকাণ্ডে ১৩টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বসত বাড়ির রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা মুহূর্তেই আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রামু ফায়ার সার্ভিসের টিম লিডার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেশি ছিল। এরপরও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল দ্রুতসময়ে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর জানান, অগ্নিকাণ্ডে ১৩টি বাড়ি পুরোপুরি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ঢাকায় অবস্থান করলে এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন।

এদিকে ঘটনাস্থলে গিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

ইএইচ