যশোরে রাতের আঁধারে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:০৫ এএম
যশোরে রাতের আঁধারে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে মুরাদ হোসেন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মুরাদ নওয়াপাড়ার সরদারপাড়ার শাহাবুদ্দিন ছেলে, তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে এলে তার ওপর হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নেওয়া হয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

AddThis Website Tools