পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমি আয়োজন প্রতিবেশী উৎসব। শীতকালীন হরেক রকম পিঠার সমারোহে ব্যাংকের গ্রাহক, শুভাকাংঙ্খিসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশি উৎসব।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ব্যাংক কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রতিবেশী উৎসবে অতিথিদের আপ্যায়ন করা হয় বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা দিয়ে ।
উৎসবে উপস্থিত ছিলেন পঞ্চগড় শাখার ম্যানেজার তানভীর হায়দার তনু, তেঁতুলিয়া উপশাখার ম্যানেজার ইফরহিম হোসেন, পঞ্চগড় শাখার বিক্রয় ও বিপনন কর্মকর্তা আনাস বিন আরশাদ, কাজী শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক আলমগীর মিয়া সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলো ।
পঞ্চগড় শাখার ম্যানেজার পঞ্চগড় শাখার ম্যানেজার তানভীর হায়দার তনু বলেন, গ্রাম বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের আইএফআইসি ব্যাংকের এই আয়োজন। এসময় ব্যাংকের সুযোগ সুবিধা গুলোও তুলে ধরেন তিনি।
আরএস