সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১০:৫০ এএম

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে ও সুন্দরবনের প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে সুন্দরবনের পাদদেশ অবস্থিত মালঞ্চ নদীর তীরে শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলীয় যুবকদের অংশগ্রহণে এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় যুববন্ধনে বক্তব্য দেন- শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার তনুশ্রী মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌরসভা ইউনিটের কো-ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিটের ফ্যাসিলেটর বিক্রম মন্ডল, সহ-সভাপতি হালিমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস ঘোষণা করা হয়।

ইএইচ