মহেশপুরে মানবপাচার, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৭:২০ পিএম

ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মানবপাচার, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবপাচার,বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মুন্না বিশ্বাস, জাস্টিস কেয়ারের কর্মকর্তা সিরাজ উদ্দীন বেলাল, জেলা তথ্য কর্মকর্তা এস কে ইমাম মেহেদী শাহআলম  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার,আরডিসির নির্বাহী প্রধান ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি  আব্দুর রহমান,মুহিদ হোসেন প্রমুখ।  

আরএস