চবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষক চাকরিচ্যুত

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:১৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত হতে যাওয়া শিক্ষক রসায়ন বিভাগের এবং নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

গত শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী। বলেন, যৌন হয়রানির অভিযোগটি গুরুতর। এজন্য একটা এজেন্ডা নিয়ে এই বিশেষ সিন্ডিকেট সভা করা হয়েছে। দুটি তদন্ত কমিটি অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে। কমিটির সদস্যরা ওই শিক্ষকে চাকরি থেকে অপসারণ করারও সুপারিশ করেছেন। সে অনুযায়ী সিন্ডিকেট চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বুধবার রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুল মতিনের বিরুদ্ধে প্রক্টর বরাবর অভিযোগপত্র দেন এক ছাত্রী।

অভিযোগে বলা হয়, থিসিস চলাকালীন ওই শিক্ষকের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিকেল দেওয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক।

ইএইচ