জ্যাকেটের ভেতর পরা ছিল বিশেষ কায়দায় বানানো পোশাক। এরমধ্যে ছিল অনেক পকেট। যেখানে লুকিয়ে রাখা ছিল ফেনসিডিলের বোতল।
দিনাজপুরে এমন অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে গ্রেপ্তার হয় অভিনব কায়দার মাদক মাদককারবারি নানা-নাতি।
গ্রেপ্তারকৃতরা হলেন- পার্বতীপুর উপজেলার হাবড়া এলাকার রবিউল ইসলাম অরফে জুয়েল (২৮) ও মধ্যপাড়া এলাকার মোহাম্মদ (২১)। তারা সম্পর্কে নানা-নাতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি চৌকস দল সদরের আউলিয়াপুর ইউনিয়নের হাজীপাড়া রোডে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক ব্যাগে, মোটরসাইকেলের সিটের নিচে ও আসামির গায়ে পরিহিত পোশাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ইএইচ