কুড়িগ্রামে ৪ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৬:০৪ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৪ দিনব্যাপী কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলার লেখকদের বই নিয়ে এই বই মেলার আয়োজন করা হয়।

বই মেলার উদ্বোধন করেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকার।

এ সময় বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল  আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে একুশে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ইএইচ