‘বেচি দই, কিনি বই’ স্লোগানের প্রবক্তা সাদা মনের মানুষ একুশে পদকপ্রাপ্ত মো. জিয়াউল হকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অভিনন্দন ও সংবর্ধনা প্রাদান করেছে ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ।
রোববার সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের সভাপতি মো. আলাউদ্দিন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় স্ত্রীকে সাথে নিয়ে উপস্থিত ছিলেন সাদা মনের মানুষ মো. জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, আ.লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।
স্বাগত বক্তব্য দেন, অধ্যক্ষ মো. আসগর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাবেক অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, সাবেক শিক্ষক মো. শাহাজাহান আলী, সিনিয়র সহকারী মো. আব্দুল করিমসহ অন্যরা।
এ সময় জিয়াউল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে আমি দুটো দাবির কথা জানিয়ে ছিলাম। সাথে সাথে তিনি অনুমোদন করেছেন। একটি মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ জাতীয়করণ অপরটি আমার জিয়াউল হক পাঠাগার ভবন তৈরি।
তিনি বলেন, এবার ভোলাহাট থেকে রহনপুর ২২ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। ত্রিশ মিনিটের জায়গায় ২ ঘণ্টা লেগে যায়। ফলে এ জনদুর্ভোগ বহুদিনের। আমি এ রাস্তা নির্মাণ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ভাতিয়াকে কৃষি ইপিজেড করার দাবি জানাবো বলে তিনি জানান।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এলাকার উন্নয়ন হবে। বিল ভাতিয়াকে কৃষি ইপিজেড করা হলে সমগ্র চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব দাবি জানাবেন প্রধানমন্ত্রীর কাছে।
ইএইচ