পেঁয়াজের বারি-৫ জাতের ফলন ভালো, দামে খুশি চাষিরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০১:৩৪ পিএম
ছবি: আমার সংবাদ

দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো বারি-৫ জাতের পেঁয়াজ চাষ করেছে কৃষকরা। প্রথমবারেই চাষ করেই সফলতাও পেয়েছেন তারা ।

উচ্চফলনশীল বারি-৫ জাতের এই পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজ বলা হলেও এই পেঁয়াজ সারা বছর চাষের উপযোগী বলছে সংশ্লিষ্টরা। প্রথমবার এই উপজেলায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বিনামূল্যে বিতরণ করে।

বীজ পেয়ে পেঁয়াজ চাষ করার পর ফলন নিয়ে দুশ্চিন্তায় ছিল কৃষকরা, কিন্তু তারা ভাবেনি এই পেঁয়াজের এত বাম্পার ফলন আসবে। তারা বলছে দেশি জাতের পেঁয়াজের চেয়ে এই পেঁয়াজ আকারে অনেক বড় ৭ থেকে ৮টি পেঁয়াজের ওজনই প্রায় এক কেজি পর্যন্ত হচ্ছে। প্রতি শতক জমিতে প্রায় আড়াই মণ থেকে তিন মন পেঁয়াজ হয়েছে।

বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। তারা প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি পাইকারি বিক্রি করেছে। এতে প্রতিমণ পেঁয়াজ পাইকারি মূল্যে ২৮‍‍`শ থেকে ৩২‍‍`শ টাকা পর্যন্ত পেয়েছে তারা।

তেঁতুলিয়া দর্জিপাড়ার কৃষক মনিরুজ্জামান অন্তর এই পেঁয়াজ চাষ করেন। তিনি বলেন, এবার আমি ইএসডিও‍‍`র মাধ্যমে ১০ শতাংশ জমিতে এই বারি-৫ জাতের পেঁয়াজ চাষ করেছিলাম, বাম্পার ফলন পেয়েছি। তা দেখে অনেক কৃষক এই পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছে। আমি আগামীতে আরো ৩০ শতাংশ জমিতে এই পেঁয়াজের চাষ করার পরিকল্পনা করছি ।

ইএসডিও’র ডিপিসি আইনুল হক বলেন , ইএসডিও -পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায়, ৫০০ কৃষকের মাঝে দুইশ পঁচিশ কেজি বীজ ১৫ একর জমিতে বপন করা হয়। তারা এবার বাম্পার ফলন পেয়েছে।

এআরএস