টাঙ্গাইলের সখীপুরে এক বৃদ্ধ বাবার খুন হওয়ার অভিযোগ উঠেছে। আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তিকে খুন করে পালিয়ে যায় ছেলে ওয়াহেদ আলী।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ উপজেলার দাড়িপাকা গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সামাদ মিয়াকে তাঁর বাড়ির রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানায়, নিহত সামাদ মিয়ার ছেলে ওয়াহেদ আলী একজন মাদকসেবী এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। সন্ধ্যায় তিনি বাড়িতেই ছিলেন।
ঘটনার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্যই বাবাকে খুন করে পালিয়েছেন তিনি। এর আগেও ওয়াহেদ নেশার টাকার জন্য তার মা-বাবাকে মারধর করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই নিহতের ছেলে পলাতক।
ওয়াহেদ আলী মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিআরইউ