মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:১৬ পিএম

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা ভাইস-চেয়ারম্যান  মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক সুমন চন্দ্র দে, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, আমতলী ইউপি  চেয়ারম্যান মো. আব্দুল গণি, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. নুর মোহাম্মদসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ