সিঙ্গাইরে স্থানীয় সরকার দিবস পালিত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৬:৪৬ পিএম

"সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" স্লোগানে মানিকগঞ্জ সিঙ্গাইরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেল সম্মেলন কক্ষে দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শারমিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, জামির্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সিঙ্গাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান রিপন, চেয়ারম্যান গাজী কামরুল ইসলাম, সরকারি কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে সভার সভাপতি (ইউএনও) পলাশ কুমার বসু বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এই তিনটি পরিষদ নিয়ে জাতীয় স্থানীয় সরকার গঠিত। 

তবে আমাদের ইউনিয়ন ভিত্তিক ইনকাম কি এবিষয়ে ব্যাখ্যাসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নকে তুলে ধরে দিবসটি সমাপ্তি ঘোষণা করেন।

এইচআর