মামলার বাদীকে কুপিয়ে জখম, এক জনের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৪:৩৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৭টি বাড়ি লুটপাটের ঘটনার রেশ ধরে আবারো মামলার বাদী আবুল হোসেনকে (৪২) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ গেলে পুলিশ যাওয়ার সংবাদে ভীত-সন্ত্রস্ত হয়ে হাতেম আলী (৬০) নামে এক ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে হাতেম আলীর পক্ষের লোকজন পুলিশের উপর হামলা করলে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, হাতেম আলীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের দরকার। লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। আমিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছি।

ইএইচ