নীলফামারীর সৈয়দপুরে রিপোর্টার্স ইউনিটির অফিসে পৌর ছাত্রলীগ নেতা শুভ`র নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন উচ্ছৃঙ্খল যুবক সংঘবদ্ধভাবে হামলা-ভাঙচুর করেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শহরের শহিদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
এসময় অফিসের সকল আসবাবপত্র ও জানালার থাইগ্লাস ভাঙচুর এবং আলমিরা ফাইল কেবিনেট তছনছ ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারিরা পানির ট্যাংক, ওয়াটার পাম্প ও সাপ্লাই পাইপও ভেঙে নিয়ে যায়। অতর্কিত হামলায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল ও তার ভাই শিমুল রক্তাক্ত জখম হয়েছে।
এদিকে প্রকাশ্যে দিনের বেলায় এমন হামলার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল বাদী হয়ে সৈয়দপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআরএস