কক্সবাজারের পেকুয়ায় তিন হাজার ছয়শত পিস ইয়াবাসহ একজন কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়ারপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে তিন হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সেলিম উদ্দিন (৩৫)। সে চকরিয়া উপজেলার পৌরসভা এলাকার কায়কোবাদের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি চকরিয়া থেকে একটি ইয়াবার চালান পেকুয়ার রাজাখালীতে হাতবদল হবে। আগে থেকে পুলিশ মিয়ারপাড়া এলাকায় অবস্থান করে। বিকেলে মিয়ারপাড়া রাস্তার মাথায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেলিমকে আটক করতে সক্ষম হন পুলিশ। এসময় তার কাছ থেকে তিন হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার ও বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লোহাগাড়া ও চকরিয়া থানায় অপহরণ, চুরি ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচআর