রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম (সেবা) পদক প্রাপ্তি ও অস্ত্র উদ্ধার অভিযানে ‘গ’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক, আমাদের সময় ও বিজনেস পোস্টের জেলা প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক জাগোনিউজ ২৪.কম ও যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আল মামুন আরজু, প্রচার সম্পাদক দৈনিক চিত্রের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য রাজবাড়ী কণ্ঠের আবু সাঈদ, আনন্দ টিভি ও মানবকণ্ঠের প্রতিনিধি কামাল হোসেন, মানবকণ্ঠ ও রাজবাড়ী কণ্ঠ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, খোলা কাগজের প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, ভোরের কাগজ প্রতিনিধি সাহিদা পারভীন, দৈনিক বায়ান্ন প্রতিনিধি আমিরুল হক, কালবেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল, দেশ রূপান্তর প্রতিনিধি সরোয়ার আহমেদ প্রমুখ।
পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, আমার চাকরি জীবনে রাজবাড়ী জেলা একটি স্মৃতি হয়ে থাকবে। আপনাদের এ ভালোবাসা ভালো কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় কাজ করতে চাই।
ইএইচ