মহেশপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতন, আটক ৫

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৬:৩৮ পিএম

ঝিনাইদহের মহেশপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মারপিটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার ওই নারীকে মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- মহির তরফদার (৪৫), নাজমুল হোসেন (৩৫), রাব্বি তরফদার (১৬), তারিক মনোয়ার (১৬), ওসমান (১৬)।

উপজেলার ন্যাপা ইউপির খোশালপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ৩টার দিকে খোশালপুর বাজারে দোকানের সামনে শুয়ে ছিল মানসিক ভারসাম্যহীন ওই নারী। দোকান খোলার সময় দোকানদার তাকে চলে যেতে বললে সে দোকান মালিকের উপর ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে তাকে ব্যাপকভাবে নির্যাতন করে। 

মানসিক ভারসাম্যহীন নারী বিলু খাতুন (৪০) পলিয়ানপুর গ্রামের মৃত হজো আলির মেয়ে । 

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানায়, মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করেছে পুলিশ। 

ইএইচ