ভেড়ামারায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৩:৫৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা বাজারে ওষুধের দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় তিনটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রি করার দায়ে ২৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন- কে এম মুহসীনিন মাহবুব সহকারী পরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর কুষ্টিয়া, মিঠুন কুমার ঘোষ ওষুধ তত্ত্বাবধায়ক ওষুধ প্রশাসন কুষ্টিয়া, ডাক্তার কার্নিশ ফারজানা উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা, এস আই শরিফুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে যাচ্ছি এর পরে যদি কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফ্রি সেম্পল ওষুধ বিক্রয় করা সংবাদ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ