বরগুনার আমতলী পৌরসভা নির্বাচান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে আটক এবং এক সাংবাদিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে আমতলী পৌরসভা নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে চলছিল। নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ২৭ জনকে আটক করেছেন।
একই সঙ্গে অনুমোদনবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে জহিরুল ইসলাম নামের এক সাংবাদিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ আরমান ভূইয়া এ দণ্ড প্রদান করেন। এদিকে মাদানী নগর হাফিজিয়া মাদরাসা কেন্দ্র প্রাঙ্গণের বাহিরে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারের সমর্থক আনোয়ার হোসেন ভোটারদের টাকা দেয়ায় অভিযোগে ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে।
অপরদিকে বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুস ছালাম পৌরসভার নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করেন। তারা ৯টি কেন্দ্র পরিদর্শন করেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসের তপু বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার আব্দুস ছালাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সুন্দর রয়েছে।
বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন।
ইএইচ