বাউফলে উপনির্বাচন: এনামুল হক অপু বিজয়ী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৩:৫০ পিএম

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকের প্রার্থী এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪  আগস্ট কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ইএইচ