সরাইলে ৮৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৯:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৩টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৩ হাজার ৭০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানার নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া এবং দর্জিপাড়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা ও সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে দর্জিপাড়া এবং (পশ্চিম) কুট্টাপাড়ার ৮৩টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় প্রায় ৩ হাজার ৭০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ