নলছিটিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স গাছের সাথে ধাক্কায় আহত ৪

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৪:৪২ পিএম

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে রোগী সহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ)  দুপুর ১ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা রায়াপুর এলাকায় এ ঘটনায় ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পা ভাঙা একজন রোগী নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি।হঠাৎ সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লাগে।

এতে রোগীর সাথে তিন জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে  অ্যাম্বুলেন্সে যে রোগী ছিল তার তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। 

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এইচআর