কাউখালীতে নিম্ন আয়ের সেবাপ্রত্যাশীরা পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৩:৩০ পিএম

রাঙামাটির কাউখালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের সেবাপ্রত্যাশী মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে ‘আশা’ বেতবুনিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে, ‘আশা’ বেতবুনিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হল রুমে দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী।

এ সময় চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবাকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে। কোন মানুষ সরকারের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে না। স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করছে। ফলে মানুষের গড় আয়ু বেড়েছে এবং চিকিৎসা সংকটে অপমৃত্যুর সংখ্যা কমেছে।

এ সময় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরে আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র রিজিয়নাল ম্যানেজার মো. ছালেহ উদ্দিন, সিনিয়র ম্যানেজার তাপস কান্তি চাকমা, সংস্থাটির হেলথ সেন্টার ইনচার্জ গ্যালেন্টা চাকমাসহ সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

ইএইচ