হত্যাচেষ্টা ও অর্থ ছিনতাইয়ের মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) হাজিরা দিতে গেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ। রেজাউল করিম রেজা পাংশা পৌর শহরের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের খালেক শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি মারামারির সময় ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সময় তাপস কুমার পাল (৫০) নামের এক ব্যক্তি আহত হন। পরে তাপস কুমার পাল বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, মারামারি ও ছিনতাইয়ের একটি মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজা আদালতে হাজিরা দিতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এইচআর