কৃষিজমির উপরিভাগের মাটি ও খাল কাটার দায়ে অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১২:১৪ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মোহাম্মদ রাসেল নামে এক ব্যক্তিকে কৃষিজমির উপরিভাগ মাটি ও অবৈধভাবে খাল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযান এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেল নামে এক ব্যক্তিকে কৃষি জমির টপসয়েল এবং অবৈধভাবে খাল কাটার কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এইচআর