রাজবাড়ীতে তরমুজ খেয়ে হাসপাতালে ভর্তি ৪

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৩:৫৮ পিএম

রাজবাড়ীতে তরমুজ খেয়ে ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার সময় রাজবাড়ী সদর হাসপাতালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রূপসি বেগম, নাতনী রাজিয়া আক্তারকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ ক্রয় করা হয়। ওইদিন অর্ধেক তরমুজ খাওয়া হয়। রোববার ইফতারের সময় বাকী অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরিবারের ৫ জন সদস্যের মধ্যে ৪ জনই তরমুজ খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ি।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আসলে কি কারণে হয়েছে সেটা পরীক্ষা করে বলা যাবে।

ইএইচ