রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৪:৫৩ পিএম

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ তিন চোরকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

রামপাল থানা পুলিশ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের এলিট গার্ড ফোর্সের দুই সদস্যসহ তিন চোর কেন্দ্রের অভ্যন্তরের এইচপি এনসিসি -৩ ভবনের জেটি এলাকায় সোমবার রাত সাড়ে ৩ টায় ২৪ কেজি তার কেটে চুরি করছিল।

খবর পেয়ে রামপাল থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় খুলনার দাকোপ উপজেলার মো. মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল (২৮), রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রহণ ওলি সরদারের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই গ্রামের পরমানন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪) কে ২৫ কেজি তারসহ আটক করে।

আটককৃতদের মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি সোমেন দাশ।

এইচআর