ঈদে পর্যটক হয়রানি বন্ধে ট্যুরিস্ট পুলিশের চার নির্দেশনা

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৭:৫১ পিএম

প্রতিবছর ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে। আর এ সুযোগকে কাজে লাগান অসাধু ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের লোকজনকে ডেকে আগাম চার নির্দেশ না জারি করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে বিচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বিচ বাইক, ওয়াটার বাইক ও কিটকট মালিকসহ বিচের সকল স্টেকহোল্ডারদের নিয়ে পর্যটকদের সাথে তাদের আচরণ প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশের নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্দেশনা প্রদান করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

সভায় উপস্থিত সকলের প্রতি স্পষ্ট করে যেটি বলা হয় তা হলো- পর্যটকদের কোনোভাবে হয়রানি করা যাবে না। এই আলোকে নির্দিষ্ট ভাড়া ব্যতীত অতিরিক্ত টাকা আদায় না করা এবং পর্যটকদের সাথে খারাপ আচরণ না করার জন্য স্টেক হোল্ডারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কোনো অভিযোগ আসলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

উপস্থিত সবাই সংযতভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে এবং পর্যটকদের প্রতি সম্মান প্রদর্শন করবে বলে ট্যুরিস্ট পুলিশকে জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, পরিদর্শক গাজী মিজান, পরিদর্শক মো. ফারুক ও কক্সবাজার বীচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বিচ বাইক, ওয়াটার বাইক ও কিটকট মালিক সমিতির নেতারা।

ইএইচ