চরফ্যাসনে বিনামূল্যে বীজ-সার পেলেন ২০ হাজার প্রান্তিক কৃষক

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৪:৪১ পিএম

চরফ্যাসনে বিশ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোলা -৪(চরফ্যাসন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। 

বুধবার (৩ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাসন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশে প্রধান অতিথি‍‍`র বক্তব্য শেষে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।

বিআরইউ